ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌরভের দাদাগিরি শেষ, রজার বিনির রাজত্ব শুরু
অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হলো সৌরভ গাঙ্গুলির দাদাগিরি। এবার তার গদিতে বসতে চলেছেন ভারতেরই সাবেক অলরাউন্ডার রজার বিনি।

আগেই জানা ছিল, সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আজ মঙ্গলবার পূর্ণ হলো সেই খেলা।

সর্বসম্মতিক্রমে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় শাহ। কোষাধ্যক্ষ আশিষ শেহলার, সহসভাপতি রাজিব শুক্লা এবং সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেভাজিত সাইকিয়া। 

আগের বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে দেওয়া হয়েছে আইপিএল সভাপতির দায়িত্ব। 

সভপতির পদে বসা বিনি ভারতের হয়ে ২৭ টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। বিনি ছিলেন সেই বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও।

বিনিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। আর দায়িত্ব পেয়ে বিনিও জানিয়েছে, তিনি প্রধানত বোলারদের ইনজুরি ও পিচের মান উন্নয়নে কাজ করতে চান।

যদিও স্বেচ্ছায় পদ ছাড়েননি সৌরভ। বিভিন্ন সূত্র বলছে, ক্ষমতাসীন বিজেপির সাথে বনিবনা না হওয়ায় তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর