ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেদিন ড্রেসিং রুমে বাবরদের কী বলেছিলেন হেইডেন?
অনলাইন ডেস্ক
ম্যাথু হেইডেন

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মনে হতাশা ভর করার কথা। দলের মেন্টর ম্যাথু হেইডেন ফাইনালের পর খেলোয়াড়দের তাতিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ভেঙে না পড়ে আগামী বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য দিলেন বাবরদের।

পাকিস্তানের ড্রেসিং রুমে হেইডেন যে কথাগুলো বলেছেন তার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে হেইডেনকে বাবরদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এবার আমরা বিশ্বকাপ জেতার খুব কাছে চলে এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। সামনের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। আশা করছি সামনের বছর বিশ্বকাপ জিতে আমরা আনন্দ করব।’

অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার বলেন, ‘সামনের দিকে আমরা কীভাবে এগোব, তার একটা রূপরেখা আমরা পেয়েছি। ভালো পারফরম্যান্সের কথা মনে রাখব। নিজেদের ভুল থেকে শিক্ষা নেব। এভাবেই আমরা সামনের দিকে এগোব।’

বিশ্বকাপ শুরুর আগে হেইডেনের বিশ্বাস ছিল পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। দলের ওপর সেই বিশ্বাসটা তার বদলায়নি, ‘আমি এখনও বিশ্বাস করি যে এই দল বিশ্বকাপ জিততে পারবে।’

মেলবোর্নে গত রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করতে পারে পাকিস্তান। জবাবে এক ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর