ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিডন্সকে নিয়ে পরিকল্পনা জানালেন পাপন
অনলাইন ডেস্ক
জেমি সিডন্স (ফাইল ছবি)

শুধুমাত্র জাতীয় দলকে সময় দিতে দেশের তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে সিডন্সকে এবার এইচপি, বাংলা টাইগার্স এবং ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল রবিবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল দেখতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে পাপন জানালেন, সিডন্স এখন থেকে ‘এ’ দল, হাইপারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সকে নিয়ে কাজ করবেন।

পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সে নিয়ে আসব। তখন জাতীয় দলের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজতে হবে। তার মানে এই নয় যে আমরা ভারত আসার আগেই একজন ব্যাটিং কোচ নিয়ে আসব। কোচ পাওয়া এত সহজ নয়।’

পাপন যোগ করেন, ‘তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নিই, এই সংস্করণে কীভাবে আমূল পরিবর্তন আনা যায়। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর