ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীরামের কোচিংয়ের উচ্ছ্বসিত বিসিবি
অনলাইন ডেস্ক

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিক্যাল পরামর্শক হিসেবে আসেন শ্রীধরন শ্রীরাম। তার অধীনে বিশ্বকাপও খেলে বাংলাদেশ। ভারতীয় এই কোচের কাজে সন্তুষ্ট বিসিবি। শ্রীরামের কোচিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

ক্রিকইনফোকে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করলেও শ্রীরাম দেখিয়ে দিয়েছেন খেলোয়াড়দের মানসিকতা দ্রুত বুঝতে পারার ক্ষমতা এবং অসীম ধৈর্য আছে তার। আমি মনে করি তিনি (শ্রীরাম) খেলোয়াড়দের খুব ভালোভাবে সামলাতে পারবেন। খেলোয়াড়দের সঙ্গে যখন যেমন প্রয়োজন, তেমনই আচরণ করেন। আমি দেখেছি, তিনি একটা সামান্য ভুলের জন্য খেলোয়াড়দের তিরস্কার করেছেন, আবার প্রয়োজনের সময় পাশে বসিয়ে গল্পও করেছেন।’

‘শ্রীরামের চিন্তায় গভীরতা আছে। সে প্রো-অ্যাকটিভ কোচ। তিনি খেলোয়াড়দের ধরে ধরে শেখাতে পারেন। তিনি খেলোয়াড়দের মন খুব ভালোভাবে পড়তে পারেন। দ্রুত হতাশ হন না। খেলোয়াড়দের ধৈর্য ও আত্মবিশ্বাসের বার্তা দেন।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর