ভারতকে লিড দেওয়ার লক্ষ্যে নেমে তৃতীয় দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান মুমিনুল হকও।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এসেছিল মুমিনুলের ব্যাট থেকে। অন্য প্রান্তে সতীর্থরা একের পর এক বিদায় নিলেও অন্য প্রান্তে একাই লড়াই করেছিলেন এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সেই লড়াই চালিয়ে যেতে পারলেন না মুমিনুল। মাঠে নেমেই দ্রুত আউট হয়ে ফিরেছেন এই ব্যাটসম্যান। যার কারণে তৃতীয় দিন সকালবেলায় বিপদে পড়ে গেছে বাংলাদেশ।
তৃতীয় দিন সকালে প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে মাঠে নামেন মুমিনুল। তবে মাত্র ৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
মুমিনুলের বিদায়ে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন ওপেনিং করতে নামা জাকির হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৭ রান। দ্বিতীয় ইনিংসে লিড নিতে হলে বাংলাদেশের করতে হবে আরও ৫১ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ