ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আউট হয়ে কেন চটে গেলেন কোহলি?
অনলাইন ডেস্ক
বেজায় চটে যান বিরাট কোহলি। আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান

ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ দল শুরু থেকেই উজ্জ্বীবিত ছিল। সাকিব আল হাসান এনে দিয়েছিলেন প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট নেওয়ার পর আরও চাঙ্গা হয় দল।  

ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেট তাড়ায় নেমে তারা ৪ উইকেটে ৪৫ রান তুলেছে। 

মিরপুরের উইকেটে টাইগারদের স্পিন আক্রমণে ধসে গেছে ভারতের টপ অর্ডার। মাত্র ১ রান করে আউট  হয়ে গেলেন বিরাট কোহলি। আউট হওয়ার পর তাকে রাগারাগি করতেও দেখা গেছে।

দিনের খেলা শেষ হতে তখন তিন ওভারের মতো বাকি। তখনই দারুণ এক ডেলিভারিতে কোহলিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারর বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে নেন ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল হক। ২২ বলে ১ রান করে ফিরেন কোহলি। 

ভারতের এই মহাতারকাকে আউট করার পর হয়তো কেউ স্লেজিং করেছিল। Virat Kohli looks unhappy after getting out.#INDvBAN #BANvsINDpic.twitter.com/9r44ZAuOGa

— Cricket Master (@Master__Cricket) December 24, 2022 " target="_blank">এতেই তিনি বেজায় চটে যান। আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে কোহলিকে শান্ত করেন। পরে তাইজুলকে কিছু বলতে দেখা যায় সাকিবকে। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন কোহলি।

 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

Virat Kohli looks unhappy after getting out.#INDvBAN #BANvsINDpic.twitter.com/9r44ZAuOGa

— Cricket Master (@Master__Cricket) December 24, 2022


এই পাতার আরো খবর