ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাজে ব্যবহারের শিকার রমিজ?
অনলাইন ডেস্ক

রমিজ রাজার চাকরিটা আর নেই। সে খবর পুরনোই বলা যায়। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের পদ খুইয়েছেন রমিজ রাজা।

তার জায়গায় নিয়েছেন নাজাম শেঠি। এবার নতুন খবর দিলেন রমিজ। জানালেন তার সাথে কেমন ব্যবহার করেছে শাহবাজ শরীফের সরকার।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘তারা ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই করেছে। এমনকি তারা আমার জিনিসপত্রগুলো নেওয়ারও সুযোগ দেয়নি। সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’

নাজাম শেঠির আচরণও মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ রমিজ। তিনি বলেছেন, ‘এই নাজাম শেঠি রাত সোয়া ২টার সময় টুইট করল রমিজ রাজা বরখাস্ত হয়েছে। আমি টেস্ট ক্রিকেট খেলেছি, এটাই আমার জায়গা। এটা দেখতে খুব খারাপ লাগে যে ক্রিকেটের বাইরে লোকেরা এসে এমন ভাব করার চেষ্টা করছে যে তারা ত্রাতা। আমি জানি, তাদের আচরণ অক্রিকেটীয়। এসব লোকেরা এখানে আসে পাদপ্রদীপের আলোয় থাকতে।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর