ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টিতে ফিরছেন শ্রীরাম?
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আবারও ফিরতে চলেছে শ্রীধরন শ্রীরাম। বিসিবির পক্ষ থেকে এমন আভাসই পাওয়া গেছে।

গত অগাস্টে টি-টোয়েন্টি দলের কোচিং থেকে ডমিঙ্গোকে সরিয়ে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে শ্রীরামকে দায়িত্ব দেওয়ার হয়। 

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে ফিরে যান শ্রীরাম। তাকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা বিসিবি থেকে আসেনি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের ইংল্যান্ড সিরিজের আগেই ফিরছেন শ্রীরাম।

শ্রীরাম এসে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের সাথে সমন্বয় করে কাজ করবেন। 

নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাখা হতে পারে শ্রীরামকে। আগামী দুই মাস বাংলাদেশের কোনো ব্যস্ততা নেই। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু ১ মার্চ থেকে।

 

বিডি প্রতিদিন/নাজমুল  



এই পাতার আরো খবর