ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘রেফারি আর মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলা একই’
অনলাইন ডেস্ক
ইয়ুর্গেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ড ৩-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। এরপরই ক্ষোভ ঝেড়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বললেন, প্রিমিয়ার লিগ রেফারিদের কাছে অভিযোগ তোলার কোনও মানে নেই। তাদের সঙ্গে কথা বলার মাইক্রোয়েভের সঙ্গে কথা বলার মতো।

ক্লপ জানান, তার খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কি ও টেনে ধরে সুবিধা নিয়েছে ব্রেন্টফোর্ড, বিশেষ করে সেট পিসে। তার দাবি, ফাউলের কারণে ব্রায়ান এমবেউমোর তৃতীয় গোল বাতিল হওয়া উচিত ছিল।

তার এই অভিযোগ রেফারির কাছে তুলেছিলেন কি না প্রশ্নে ক্লপ বললেন, ‘হ্যাঁ, কিন্তু আসলে এটা এমন যে আমি যেন আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। কোনও জবাব পাবেন না, সত্যিই। সবসময় একই রকম।’

লিভারপুল কোচ আরও বলেন, ‘মৌসুমের আগে তারা আমাদের পরামর্শ দিয়েছিল যে খেলোয়াড়দের এসব মুহূর্তে সতর্ক থাকতে হবে কারণ রেফারিরা নজরদারিতে রাখবে। কিন্তু দেখা গেলো, সবকিছুই করা যাচ্ছে। তারা এই সুবিধা নিয়েছে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর