ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শুভাগতর কাঁধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ঘরোয়া ক্রিকেটের নানা আসরে দিয়েছেন নেতৃত্ব। কিন্তু বিপিএলে কখনও অধিনায়কত্ব করেননি শুভাগত হোম। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে। 

মিরপুর একাডেমি মাঠে বুধবার (০৪ জানুয়ারি) অধিনায়ক হিসেবে শুভাগতর নাম ঘোষণা করেন চট্টগ্রামের কোচ জুলিয়ান উড। এসময় দলের সবাইকে তিনি অধিনায়কের প্রতি সংহতি জানাতে আহ্বান জানান। 

জুলিয়ান উড বলেন, আমি নিশ্চিত, আমাদেরকে নেতৃত্ব দিতে পারা তার জন্য হবে সম্মানের। আশা করি, দলের সবাই শতভাগ দিয়ে মাঠের ভেতরে-বাইরে তার পাশে থাকবে। 

 ‘পাওয়ার হিটিং’ কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত পাওয়া জুলিয়ান উড শুভাগতকে নিজের মতো করে দল পরিচালনা করতে বলেছেন বলে জানা গেছে। 

গত বিপিএলে চট্টগ্রামের অধিনায়ক শুরুতে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে পরের দিকে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে দ্বন্দের জের ধরে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য দল ছেড়ে যাননি তিনি। তবে পরের সময়টায় দলকে নেতৃত্ব দেন আফিফ হোসেন।  সেই আফিফ দলে আছেন এবারও। তবে নতুন আসা শুভাগতকেই অধিনায়ক হিসেবে বেছে নিল চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তিতে:

আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি:

মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ড্রাফট থেকে বিদেশি :

ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র)।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর