ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিডনিতে ‘পিংক ডে’ বৃষ্টিতে মাটি
অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্টের তৃতীয় দিন গ্যালারি ও মাঠে গোলাপি আভা ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু গোলাপি উৎসব মাটি করে দিলো বেরসিক বৃষ্টি।

প্রথম দিন ৪৩ ওভার ও দ্বিতীয় দিন ৬ ওভার যায় বৃষ্টির পেটে। ঘাটতি কমাতে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে শুক্রবার খেলা শুরুর কথা ছিল। কিন্তু বল গড়ালো না একটিও। সারাদিন কভারে ঢাকা ছিল পিচ। স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে দিন শেষের ঘোষণা দেন আম্পায়াররা। 

বাকি দুই দিনে হবে ১৯৬ ওভারের খেলা। শেষ দুই দিনও আধঘণ্টা আগে খেলা শুরু হবে। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রান করা অস্ট্রেলিয়া সম্ভবত ইনিংস ঘোষণা করে দিবে দ্রুতই, হয়তো ১৯৫ রানে অপরাজিত থাকা উসমান খাজার ডাবল সেঞ্চুরি হলেই। বাকি সময় ম্যাচের ফল বের করে আনার দায়িত্ব নিতে হবে স্বাগতিক বোলারদের।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর