ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চুক্তি নবায়ন করতেই ঢাকায় শ্রীরাম?
অনলাইন ডেস্ক

রাসেল ডমিঙ্গো অধ্যায় শেষ হলেও বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘায়িত হচ্ছে শ্রীধরন শ্রীরামের অধ্যায়। এবার বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে ঢাকায় এসেছেন এই ভারতীয়।

গত বছর আগস্ট-সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শ্রীরাম। তার সাথে বিসিবির চুক্তি ছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

মেয়াদ শেষ হওয়ার পরও বেশকিছু দিন শ্রীরামকে সিদ্ধান্তহীনতায় ভুগেছে বিসিবি। পরে জানানো হয়েছিল টি-টোয়েন্টি শ্রীরামই আসছেন।

এবার শ্রীরামের সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে চলেছে বিসিবি। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে শ্রীরামকে। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন সেখানে।

জানা গেছে, আগামীকাল শনিবারই ভারত ফিরে যেতে পারেন শ্রীরাম।

শ্রীরামের অধীনে বাংলাদেশ দল ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টিতে জয় পেয়েছে, বাকি ৯টিতে হেরেছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর