ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার ভুঁড়িওয়ালা সরফরাজেই মুগ্ধ শোয়েব!
অনলাইন ডেস্ক

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় তখনকার পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে সমালোচনার তীরে বিদ্ধ করেছিলেন স্বদেশি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

সেসময় সরফরাজকে আনফিট ভুঁড়িওয়ালা বলে আখ্যা দিয়ে শোয়েব তাকে বুদ্ধিহীনও বলেছিলেন। 

এরপর সরফরাজের অধিনায়কত্ব খোয়া যায়। দল থেকেই বাদ পড়েন এই পাকিস্তানী উইকেট কিপার ব্যাটার।

তবে তিন বছর পর দলে ডাক পেয়ে চমক দেখান সরফরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরি তুলে নিয়ে করাচি টেস্টে পাকিস্তানের মুখ বাঁচান।

সরফরাজের এমন দারুণ সেঞ্চুরি তার কট্টর সমালোচক শোয়েব আখতারকেও মুগ্ধ করেছে। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

শোয়েব টুইটারে বলেছেন, ‘ক্রিকেটে আমার দেখা অন্যতম শক্তিশালী প্রত্যাবর্তন। চরম মানসিক শক্তির পরিচয় দেওয়ায় সব প্রশংসা সরফরাজের। চার বছর পর ফিরে এমন কিছু করা মোটেই সহজ নয়।’ 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর