ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
৫৪ বলে অপরাজিত ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। ছবি : বিসিবির

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৪ জানুয়ারি  ম্যাচ দিয়ে আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। 

মূল পর্ব শুরুর আগে বুধবার সাউথ আফ্রিকায় দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকে ৩ রানে হারাল বাংলাদেশের মেয়েরা। রোমাঞ্চকর লড়াইয়ের পর দিশা বিশ্বাসের দল ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

জোহানেসবার্গের সেন্ট স্টিথিয়ানসে বাংলাদেশ জিতেছে সহ-অধিনায়ক স্বর্ণা আক্তারের ব্যাটে ভর করে। তার অসাধারণ ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাংলাদেশ। স্বর্ণা ৫৪ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন সাতটি ছয়, দুটি চার। 

ওপেনার আফিয়া প্রত্যাশা করেন ১২ রান। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। জবাবে খুব কাছে গিয়ে থামে ভারত। মাত্র ২ উইকেট হারালেও ২০ ওভারে ১১৮ রানের বেশি তুলতে পারেনি তারা। ৪৪ করে রানআউট হন তৃষা। ভার্মা ৪৩ রানে অপরাজিত থাকেন।

মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচই জিতল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস স্টান পদ্ধতিতে ৭ রানে জিতেছিল দিশা বিশ্বাসের দল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  



এই পাতার আরো খবর