ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২০২৬ বিশ্বকাপ ফুটবল, মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি
অনলাইন ডেস্ক
মেসি-স্কালোনি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মতে, মেসির আগামী বিশ্বকাপ খেলার বিষয়টি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশেন, আর্জেন্টিনার কোচিং স্টাফের থেকে বেশি নির্ভর করছে মেসির নিজের ওপর। সেই সময় তিনি কেমন অনুভব করবেন তার ওপর। 

স্কালোনি বলেন, আমি মনে করি, মেসি আগামী বিশ্বকাপে থাকবে। এটা অনেক বেশি নির্ভর করবে সে কী চায় তার ওপর। সে কেমন অনুভব করছে তার ওপর। তার জন্য দলের দরজা সবসময় খোলা। স্কালোনির মতে, বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলা কঠিন কাজ। কিন্তু রেকর্ড সাতটি ব্যালন ডি’অর জেতা মেসি তো রেকর্ড ম্যান। বিশ্বকাপ ইতিহাসের সাত-আটটি রেকর্ড তিনি নিজের নামের পাশে লিখেছেন। আগামী বিশ্বকাপ খেলে আরেকটি রেকর্ডও গড়ে ফেলতে পারেন মেসি। 

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসি বলেছিলেন, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ। তবে ফিট থাকলে এবং খেলাটা উপভোগ করলে শেষ শব্দটা প্রত্যাহার করতে মেসির কোনও সমস্যাই হবে না। কারণ অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই তো বিশ্বকাপ জিতলেন তিনি। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর