ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্প্যানিশ সুপারকাপ: টেনেটুনে ফাইনালে রিয়াল
অনলাইন ডেস্ক

হুট করেই যেন ছন্দহারা হয়ে গেল রিয়াল মাদ্রিদ! লা লিগার গত ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে বসে গতবারের শিরপাধারীরা। আর এবার স্প্যানিশ সুপারকাপে টেনেটুনে ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেমিফাইনাল ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। নির্ধারিত সময়ে খেলায় কোনো ফলাফল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেন ভিনিসিয়াস-বেনজেমারা। 

ম্যাচের ৩৯তম মিনিটে বক্সের ভেতরে বেনজেমাকে বিপজ্জনক ট্যাকল করা হলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। প্রথমার্ধে রিয়ালের এই একটি শটই ছিল লক্ষ্যে! প্রথমার্ধের যোগ করা সময়ে কাভানির শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। স্বস্তি নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ তম মিনিটে ভালেন্সিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনো দারুণ শটে জাল খুঁজে নেন। খেলায় সমতা ফেরার পর গতি কমে যায় হুট করেই। তাই নির্ধারিত সময়ে এরপর আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ে রিয়ালের একের পর এক আক্রমণ দেয়ালের মতো একাই ঠেকিয়ে যান মামারদাশভিলি। বাঁচিয়ে রাখেন ফাইনালের আশা। তবে জর্জিয়ান গোলরক্ষক চাপটা টাইব্রেকারে আর নিতে পারলেন না। টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তার দলকে। 

আগামী রবিবার ফাইনালে রিয়াল মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল বেটিসের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর