ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিগ কাপে ম্যানসিটির হার প্রাপ্য ছিল: গার্দিওলা
অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে একদম তলানিতে রয়েছে সাউথ্যাম্পটন। রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরে নামার সম্ভাবনা আছে তাদের। সেই দলের বিপক্ষে হেরে লিগ কাপে বিদায় নিল ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারে পেপ গার্দিওলা শিষ্যরা।

এমন পারফরম্যান্স দেখে যারপরনাই হতাশ গার্দিওলা। সিটির বস হিসেবে তার সময়ে কেবল তৃতীয়বার ও ২০১৮ সালের পর প্রথমবার তার দল লক্ষ্যে একটিও শট নিতে পারেনি।

এই পরিসংখ্যানের ব্যাপারে প্রশ্ন করতেই স্কাই স্পোর্টসকে গার্দিওলা বললেন, ‘এটার কারণেই আমরা ভালো ছিলাম না।’ আধঘণ্টা না যেতেই সাউদাম্পটন দুটি গোল করে ফেলে, পরে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে সিটিকে আটকে দেয়। বল মাত্র ২৮ শতাংশ দখলে রেখেও প্রতিপক্ষের লাগাম টেনে ধরেছিল তারা।

ম্যানসিটির পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে কোনও রাখঢাক রাখেননি গার্দিওলা, বিবিসি রেডিও ফাইভকে বলেন, ‘ভালো দল জিতেছে। আমরা ভালো খেলিনি, শুরুটা আমাদের ভালো হয়নি। অনেক খেলাতেই ভালো শুরু না হলেও জেতা যায় এবং আমরা পারিনি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর