ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাল ছাড়েননি রাহী
অনলাইন ডেস্ক
আবু জায়েদ রাহী

এক সময় বাংলাদেশের ক্রিকেটের টেস্ট দলে নিয়মিত মুখ ছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু হঠাৎ করেই যেন হারিয়ে গেছেন তিনি, অথচ বয়স কেবল ২৯ বছর। মাঝে বিসিবির সমালোচনা করে বিতর্কে জড়ানো এই পেসার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বলেছেন, অবশ্যই আমি টেস্ট দলে ফিরতে চাই। সুযোগ পেলে ওয়ানডে, টি-টোয়েন্টিতেও খেলতে চাই আমি।

গত জাতীয় ক্রিকেট লিগের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দারুণ পারফর্ম করছেন রাহী। দুই ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট। রাহী জানালেন, এখনও জাতীয় দলের হয়ে খেলার আশা ছাড়েননি তিনি।  

এবার বিপিএলে চট্টগ্রামের উইকেট কিছুটা চমক দেখিয়েই সফল হচ্ছেন বোলাররা। রানও হচ্ছে না প্রত্যাশা মতো। রাহী অবশ্য বলছেন, পেসারদের চেয়ে তুলনামূলক স্পিনাররাই সাহায্য পাচ্ছেন বেশি।  

তিনি বলেন, আমার মনে হয় চট্টগ্রামের উইকেটটা একটু আলাদা। আমরা আশা করে এসেছি এখানে অনেক বেশি রান হবে। স্পিনাররা খুব ভালো বল করছে। আপনি যদি দেখেন, নতুন বলে স্পিনাররা খুব ভালো বল করছে। এজন্য হয়তো রানটা এত বেশি হচ্ছে না। ওভারল যদি দেখেন, তাহলে আপনি দেখবেন পেসাররা স্ট্রাগল করছে। তো আমার মনে হয় পেসাররা মিরপুরের মতো বোলিং করে আসছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর