ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেইমারদের জন্য ব্রাজিলিয়ান কোচই পছন্দ স্কলারির
অনলাইন ডেস্ক
ফেলিপ স্কলারি

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচ পদ ছাড়েন তিতে। এরপর থেকে পদটা শূন্য রয়েছে। তবে তার উত্তরসূরি হিসেবে কয়েকজন পরিচিত মুখের নাম সামনে আসে। এই তালিকায় সর্বশেষ সংযোজন লুইস এনরিকে।  

কিন্তু বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচকে নেইমার-রিচার্লিসনদের কোচ হিসেবে পছন্দ নয় লুইস ফেলিপ স্কলারির। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কোচের মতে, শিরোপা না জিততে পারা এনরিকের সবচেয়ে বড় দুর্বলতা।

এনরিকের ব্রাজিল কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সে কী জিতেছে? তাকে পারফর্ম করতে হবে। সে খুবই ভালো, কিন্তু সবকিছুতে হেরেছে। এটা কেমন ভালো? (হোসে) মরিনহো জিতেছে। আমার মতে, ইউরোপ থেকে কোচ না এনে দক্ষিণ আমেরিকা থেকেই কাউকে দায়িত্ব দেওয়া সহজ।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর