ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সীমানায় ফিল্ডিংয়ে দাঁড়াতেই গিলের উদ্দেশে ‘সারা সারা’ রব
অনলাইন ডেস্ক
শুবমন গিল ও সারা টেন্ডুলকার। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটার শুবমন গিলের হৃদয়ে কোন সারা রয়েছেন? সারা টেন্ডুলকার নাকি সারা আলি খান? সেই নিয়ে চর্চা তুঙ্গে। ভারতের তারকা ওপেনারের সঙ্গে নাকি দুই তরুণীর সম্পর্ক আছে। একজন শচীন টেন্ডুলকার মেয়ে। অপরজন অভিনেতা সাইফ আলী খানের মেয়ে। গত কয়েক বছর ধরেই সেটা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।

এবার ভারতের ইন্দোরে হোলকার স্টেডিয়ামে গ্যালারি থেকেও সেই আওয়াজ ভেসে এলো। গ্যালারি থেকে ‘সারা ভাবি’ আওয়াজ কানে আসতেই লজ্জা পান শুভমন। অন্যদিকে সেই একই আওয়াজ শুনে হেসে লুটোপুটি খেলেন বিরাট কোহলি। সেই দুই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইন্দোরে গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে এ ঘটনা ঘটে। খেলার একপর্যায়ে সীমানায় ফিল্ডিং করতে যান গিল। তখন দর্শকেরা গ্যালারি থেকে ‘সারা সারা...’ বলে চিৎকার করতে শুরু করেন। দর্শকদের স্লোগান শুনে বেশ মজা পান বিরাট কোহলি। অট্টহাসিতে মেতে উঠেছিলেন তিনি। একটু পর সবাইকে সেটা বারবার বলতে বলেন।

তখন দর্শকেরা বলতে থাকেন, ‘হামারি ভাবি ক্যায়সা হো, সারা ভাবি জ্যায়সা হো’ (আমাদের ভাবি কেমন হবে, সারা ভাবি যেমন হবে)। মজার এই মুহূর্তের ভিডিও ধারণ করেছেন খেলা দেখতে যাওয়া এক দর্শক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা পোস্ট করেন।

এটাই প্রথম নয়। হায়দরাবাদে প্রথম ওয়ানডেতেও গিল সীমানার কাছে ফিল্ডিং করতে গেলে দর্শকেরা ‘সারা সারা...’ বলে চিৎকার করতে শুরু করেন। শুভমনের জন্য ‘সারা সারা’ রব উঠলেও, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে শুভমন প্রতিক্রিয়া না দিলেও, বিরাট কোহলি কিন্তু সেই আওয়াজ শুনে হেসে লুটোপুটি খেয়েছেন। বিরাটের সেই ভিডিও ভাইরাল হতেও সময় লাগেনি।

১১২, ৪০*, ২০৮, ১১৬, ২১, ৭০-সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে শুবমন গিলের ছয়টি ইনিংস। ১১৩.৪ গড়ে ৫৬৭ রান, ভাবা যায়! অবিশ্বাস্য ছন্দে থাকা গিল রানের ফোয়ারা ছুটিয়ে এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় চর্চার বিষয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর