ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি
অনলাইন ডেস্ক

বিপিএলের পরবর্তী পর্বে উঠতে পারেনি ঢাকা ডমিনেটর্স। গ্রুপপর্বে দলটির বাকি আছে আর মাত্র এক ম্যাচ। আর সেই ম্যাচেই থাকবেন না পেসার তাসকিন আহমেদ। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি।

এদিকে বিপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে তাসকিনের। এই কারণে গতকাল মিরপুরে অনুশীলনও করেননি তিনি। এ ব্যাপারে ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সাংবাদিকদের বলেছেন, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে।

আগামী মাসের ১ তারিখ থেকে ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের ইংল্যান্ড সফর।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর