ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হৃদয়কে খুব তাড়াতাড়িই জাতীয় দলে নেওয়া হয়েছে!
অনলাইন ডেস্ক

বিপিএলের ফাইনাল চলাকালীন জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। চলতি আসরে তার টি-টোয়েন্টির ব্যাটিং পারফরম্যান্সকে মূল্যায়ন করে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে। বিপিএলে তরুণ এই ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখেছেন মাশরাফি বিন মর্তুজা। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মনে করছেন, একটু দ্রুতই জাতীয় দলে ডাকা হলো তৌহিদ হৃদয়কে।

মাশরাফি বলেন, ‘তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। আমাকে যদি বলেন...আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ভেরি আর্লি স্টেজ।’

কারণটাও ব্যাখ্যা করলেন মাশরাফি, ‘জাতীয় দলে গিয়ে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে। আমি আশা করি না ও এসেই...ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত তৌহিদ হৃদয়ের কাছ থেকে। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়, আমার মতামত দিচ্ছি। এমন না হয় নিয়ে আবার রান না করলে ফেলে দেওয়া হয়।’

মাশরাফি উদাহরণ দিয়েছেন লিটন ও শান্তর, ‘লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। দেখেন, প্রচুর চাপ কিন্তু ওরাই নেয়। আপনারাও লেখেন, আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপর চলে আসে। খেলোয়াড়তে তৈরি করতে হলে তাকে তো ওই পরিমাণ সুযোগ বা বিভিন্ন জায়গায় খেলিয়ে খেলিয়ে প্রস্তুত করতেই হবে। আল্টিমেটলি জাতীয় দলে গিয়ে বারবার একটা প্লেয়ারকে সেট করা দলের জন্যও যেমন কঠিন হয়ে যায়, ওই খেলোয়াড়ের জন্যও কঠিন হয়ে যায়।’

তবে তৌহিদ হৃদয়ের উপর পূর্ণ আস্থা আছে সে কথা বলতে পিছপা হননি মাশরাফি, ‘আমি তৌহিদ হৃদয়ের কথা একটু বলবো, ফ্যান্টাসটিক প্লেয়ার, এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু একই সঙ্গে আমার ক্ষেত্রে বলবো যদি তিনটা-চারটা, পাঁচটা ম্যাচ রান না করে আমি অবাক হবো না। কারণ আন্তর্জাতিক ম্যাচ সহজ নয়। ওখানে অনেক রকম চাপ থাকবে, আমি আশা করবো যে ও চাপমুক্ত খেলুক।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর