ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রড-অ্যান্ডারসনের এক হাজার
অনলাইন ডেস্ক

২০০৮ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে দু'জন একসঙ্গে জুটি বেঁধে খেলার শুরু করেন। ১৫ বছর পর সেই নিউজিল্যান্ডের আরেক ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড গড়লেন অনন্য কীর্তি। টেস্টে দ্বিতীয় জুটি হিসেবে ইংল্যান্ডের দুই পেসার পা রাখলেন এক হাজার টেস্ট উইকেটের মাইলফলকে।

ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে প্রথম দিন নিউজিল্যান্ড শেষ করেছিল ৩ উইকেটে ৩৭ রানে। জোড়া শিকার করেছিলেন অ্যান্ডারসন। তখন জুটি হিসেবে এই দুজনের উইকেট দাঁড়ায় ৯৯৯। গতকাল নেইল ওয়াগনারকে ফেরান ব্রড। হাজারতম উইকেটের মাইলফলকে পা রাখা হয়ে যায় তাতে।

২০০৭ সালে প্রথম জুটি হিসেবে হাজারতম উইকেটের মাইলফলকে পা রেখেছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন। দুজন জুটি হিসেবে থেমেছেন ১০০১তম উইকেটে। ব্রড-অ্যান্ডারসনের মিলিত উইকেটও ১০০১। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর