ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কাউকে হারাতে পারে ম্যানইউ: টেন হ্যাগ
অনলাইন ডেস্ক

প্লে অফের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার শক্তিশালী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয় তাদের এতটা আত্মবিশ্বাস যুগিয়েছে যে, এখন তারা যে কোনো দলকে হারাতে পারে। 

কোচ এরিক টেন হ্যাগ বলেন, বার্সেলোনার বিপক্ষে ম্যানইউর ইউরোপা লিগ জয় প্রমাণ করেছে, তারা যে কাউকে হারাতে পারে। তার দল এই মৌসুমে এখনো চারটি প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে। ডাচ কোচ দৃঢ়কণ্ঠে বললেন, তারা আর কাউকে ভয় পাবে না।

টেন হ্যাগ বলেন, ‘এই শক্ত বিশ্বাস অর্জনে আপনার দরকার ফল। আমি মনে করি এটা আরেকটা ধাপ কারণ, যখন আপনি বার্সেলোনাকে হারাবেন, এই মুহূর্তে ইউরোপের সেরা দল, তখন আপনার বিশ্বাস সত্যিই শক্তিশালী হবে যে আপনি যে কাউকে হারানোর সামর্থ্য রাখেন।’

ইউনাইটেড রবার্ট লেভানডোভস্কির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে। এরপর দ্বিতীয়ার্ধে ফ্রেড ও অ্যান্তনির গোলে দুই লেগে ৪-৩ অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট কাটে। টেন হ্যাগ বললেন, ‘এটা ছিল অবিশ্বাস্য রাত। আমি মনে করি এটা চমৎকার যখন আপনি বার্সেলোনার বিপক্ষে জিতবেন, যারা লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে এবং আমরা এই সপ্তাহে রিয়ালের খেলা দেখেছি।’

দলের আত্মবিশ্বাস নিয়ে ডাচ কোচ বলেন, ‘আমরা দুর্দান্ত পারফরম্যান্স করলাম এবং এটাকে আমরা নিজেদের সঙ্গে রাখতে পারি, এই বিশ্বাস রোপণ করতে পারি আমরা বড় ম্যাচও জিততে পারি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর