ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাশারের বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারবে টাইগাররা
অনলাইন ডেস্ক

ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে পারে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এমনটাই মনে করছেন।

শুক্রবার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তো বড় বড় দলকে হারাচ্ছিই। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছি। আমরা যতগুলো সিরিজ জিতেছি, সেখানে দক্ষিণ আফ্রিকারটা সেরা। কারণ, দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারানো খুবই কঠিন। আমরা ৫০ ওভারে ধারাবাহিকভাবে পারফর্ম করছি, সবার সঙ্গেই। ভারতও অনেক শক্তিশালী দল নিয়ে এসেছিল। তাদেরকেও তো হারালাম।’

বাশার আরও বলেছেন, ‘ইংল্যান্ডকে হারানো যাবে না, এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। কিন্তু আমরা যে ধারাবাহিকতায় খেলছি, সেটা ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাই থাকবে।’

এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ, ২০১৬ সালে। এরপর ঘরের মাঠে ১৩টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি টাইগাররা।

বাশার বলেছেন, ‘আমি কোনো দলকেই খুব বেশি এগিয়ে বা পিছিয়ে রাখব না। ইংল্যান্ড অবশ্যই ভিন্ন ধারার ক্রিকেট খেলছে, তিন সংস্করণেই। অন্য দল যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা সবাই ভালো দল। জিততে হলে আমাদের সবাইকেই ভালো খেলে জিততে হবে। এমন নয় যে ইংল্যান্ড দলে আমাদের ভিন্ন কিছু করতে হবে। আমরা যা ভালো করছি, সেটাই যদি ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের আলাদাভাবে কিছু করতে হবে।’  

হাবিবুল বাশারের বিশ্বাস, সব ধরনের উইকেটেই ভালো ওয়ানডে খেলার সামর্থ্য তামিম ইকবালের দলের আছে। ইংলিশদের বিপক্ষের স্কোয়াড নিয়েও তিনি আশাবাদী। বলেছেন ‘আমাদের দলে ৪ জন পেসার আছে, ৩ জন স্পিনার আছে। যেটা ম্যানেজমেন্টের মনে হয় প্রতিপক্ষ বুঝে অবশ্যই সেভাবে স্ট্র্যাটেজি (কৌশল) হবে। সবাই তাই করে।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর