ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির বার্সায় ফেরার গুঞ্জন নিয়ে কেন কথা বলতে চান না জাভি
অনলাইন ডেস্ক

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও বর্তমানে আলোচনা করতে রাজি নন দলটির কোচ জাভি। তার মতে, এখন এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নয়।

সাবেক সতীর্থ মেসিকে বার্সেলোনায় ফের দেখতে চান জাভিও। তবে তার বর্তমান মনোযোগ মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে।

জাভি, ‌‘আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর (লিওনেল মেসি) সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’

জাভির মতে, ‘আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসিকে বার্সায় দেখলে) আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়।’

জাভি মনে করেন, বার্সেলোনায় ফেরা বা না ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে মেসির ওপর। তিনি বলেন, ‘বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর