ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সালাউদ্দিন কেন দুঃখ পেলেন?
অনলাইন ডেস্ক

ফিফার কোপ পড়েছে বাংলার ফুটবলে। কয়দিন আগে অর্থের অভাবে ধোঁয়া তুলে সাফজয়ী নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইপর্বে খেলতে পাঠাতে পারেনি কাজী সালাউদ্দিনের ফেডারেশন। সেই কেলেঙ্কারির পরই আরও একেটা কেলেঙ্কারিতে জড়াল সংস্থাটি।

আর্থিক জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই ঘটনায় অনেকটা তাজ্জব বনে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘আমি এখনো ব্যাপারটা পুরো জানি না। ডিটেইলস জানার পর আগামীকাল এ নিয়ে কথা বলতে পারব।’

আর এই কেলেঙ্কারি বিষয়ে বাফুফে সভাপতি হিসেবে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ভেরি স্যাড।’

তবে বাফুফে সভাপতি দুঃখ পেলে ঘটনা যা ঘটনার ঘটে গেছে। সাম্প্রতিক সময়ে ফুটবলের মান যেমন কমছে তরতর করে। তেমনিভাবেই এই কেলেঙ্কারি কাণ্ডে বাফুফেতে আসা ফিফার অনুদান নিয়ে যেমন শঙ্কা দেখা দিয়েছে। সাথে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তিও হয়েছে প্রশ্নবিদ্ধ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর