ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌরভ গাঙ্গুলিকে রবি শাস্ত্রীর খোঁচা
অনলাইন ডেস্ক
সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রী

আইপিএলে চলতি আসরে সবচেয়ে নিচের সারির দল দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি ম্যাচে মুস্তাফিজুর রহমানদের দলটি সবকটিতেই হেরেছে। অথচ এই দলের ডাগআউট সব তারকা-মহাতারকাতেই ভরপুর। সৌরভ গাঙ্গুলি ছাড়াও দিল্লিতে আছেন রিকি পন্টিং এবং শেন ওয়াটসনের মতো সাবেকরা। ডাগআউটে বসে দলের একের পর এক হার দেখতে হচ্ছে তাদের।

এমন অবস্থা দেখে পন্টিং-সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির সাবেক অধিনায়ক ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। এবার সৌরভকে খোঁচা দিয়েছেন রবি শাস্ত্রী।

শনিবার মুস্তাফিজদের পঞ্চম হারের দিনে ধারাভাষ্যের সময়টাকেই সৌরভকে খোঁচানোর জন্য বেছে নিয়েছেন শাস্ত্রী।

তিনি বলেন, লড়াই করে হারা এক জিনিস, প্রতিপক্ষের কাছে পাত্তা না পাওয়া আরেক জিনিস। সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দলের হারগুলো ঠিক হার নয়, এগুলো রীতিমতো হাতুড়িপেটা। তার উচিত ডাগআউট ছেড়ে ওপরতলায় চলে আসা। অবশ্যই এটা নিয়ে তার ভাবা উচিত।’

দিল্লির একের পর এক ম্যাচ হারের কারণ ব্যাখ্যাতেও বেশ মজা করেছেন শাস্ত্রী। তিনি বলেন, দিল্লির সমস্যা হলো ওদের প্রধান কোচ পন্টিং ও অধিনায়ক ওয়ার্নারের হারের অভ্যাস নেই। টানা হারতে থাকায় ওরা জেতার উপায় বের করতে পারছে না।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর