ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুদ্রার উল্টো পিঠও দেখলেন অর্জুন টেন্ডুলকার
অনলাইন ডেস্ক
অর্জুন টেন্ডুলকার

আইপিএলে অভিষেকের পর থেকেই শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে বেশ মাতামাতি হচ্ছে। তবে প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করলেও তৃতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠও দেখলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে এক ওভারে ৩১ রান দিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দেওয়ার তালিকায় এটি দ্বিতীয়।

শনিবার ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভার করতে এসে মাত্র ৫ রান দেন অর্জুন। দ্বিতীয় ওভারে অবশ্য খরচ করেন ১২ রান, তবে পান প্রভসিমরান সিংয়ের উইকেট। ইনিংসের ১৬তম ওভারে নিজের তৃতীয়টি করতে এসে স্যাম কারেন ও হারপ্রীত সিংয়ের ঝড়ের তোপে পড়েন তিনি।

প্রথম বলেই অর্জুনকে ছক্কা মারেন কারেন। পরের বল ওয়াইড করেন তিনি। পরের বলে চার মারেন কারেন। অর্জুনের ৩ নম্বর বলে আসে সিঙ্গল। চতুর্থ বলে চার মারেন হরপ্রীত। ৫ নম্বর বলে ছক্কা মারেন তিনি। পরের বলটি নো-বল করেন অর্জুন। সেই বলেও চার মারেন হরপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবার একটি চার মারেন হরপ্রীত। সব মিলিয়ে ওই ওভারে দেন ৩১ রান। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন।

এদিকে এমন বোলিং করায় অর্জুনকে রীতিমতো নোংরা আক্রমণ করা হচ্ছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, আর যাই হোক অর্জুনকে তার প্রতিভার জন্য দলে নেওয়া হয়নি। কেউ আবার বলছেন, স্বজনপোষণের চক্করে ভুগতে হচ্ছে মুম্বাইকে। অথচ এই অর্জুন যখন আগের ম্যাচে মুম্বাইকে জেতালেন, তখন তাকে নিয়ে রীতিমতো নাচানাচি শুরু হয়ে গিয়েছিল।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর