ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজস্থানকে ১৯০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বেঙ্গালুুরু
অনলাইন ডেস্ক

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৮৯ রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাফ ডু প্লেসিস-গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এ রান তুলতে পারে দলটি। জেতার জন্য রাজস্থানের প্রয়োজন ১৯০ রান।

রবিবার ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। তার আউট হওয়ায় পর বেঙ্গালুরু তিন নম্বরে ব্যাট করতে পাঠায় অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। তাকেও দুই রানে আউট করেন ট্রেন্ট বোল্ট।

১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া আরসিবির হাল ধরেন ফাফ ডু প্লেসিস-গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে তাদের জুটিতে ওঠে ১২৭ রান। ডু প্লেসিস করেন ৩৯ বলে ৬২ রান। ৮টি চার এবং ২টি ছয় দিয়ে সাজান নিজের ইনিংস। ব্যাট হাতে একই রকম মানানসই ছিলেন ম্যাক্সওয়েলও। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৭ রান। ৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মারেন এই অলরাউন্ডার।

ফাফ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া বেঙ্গালুরুর কোনো ব্যাটারই এদিন সাফল্য পাননি। মাহিপাল লোমরোর (৮), সুয়াশ প্রভুদেশাই (০) পর পর আউট হয়ে যান। শেষ দিকে দীনেশ কার্তিক ১৬ রান করেন। সবশেষে বেঙ্গালুরু ৯ উইকেটে হারিয়ে ১৮৯ রান তোলে।

রাজস্থানের হয়ে ট্রেন্ট বোল্ট ৪১ রানে ২ উইকেট নেন। সন্দীপ শর্মা শেষ ওভারে পর পর দু’বলে দুই উইকেট নিলেও খরচ করলেন ৪৯ রান। এছাড়া যুজবেন্দ্র চহাল ২৮ রানে এক উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিন ৩৬ রানে এক উইকেট নিয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর