ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোনালদোকে সম্মান জানাবে লিসবন
অনলাইন ডেস্ক

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পদক দিয়ে সম্মান জানাবে লিসবন সিটি। পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই ফুটবল তারকা মাদেইয়া দ্বীপে জন্ম ও বেড়ে উঠার পর ১৯৯৭ সালে ১২ বছর বয়সে একা লিসবনে আসেন এবং লিসবন ক্লাব স্পোর্টিং-এর একাডেমিতে যোগ দেন।

বৃহস্পতিবার লিসবন শহরের পক্ষ থেকে পর্তুগিজ তারকাকে সম্মনিত করার ঘোষণা দেওয়া হয়েছে। তাকে পদক দিয়ে সম্মানিত করার ঘোষণা দিয়ে শহর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ২০০৩ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ‘তাৎক্ষনিকভাবে (লিসবনের) ইতিহাসে যুক্ত হয়ে পড়েছেন’ তিনি।

বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি এমন এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা, যিনি লিসবনে মানুষ হয়েছেন, যিনি তার জন্মস্থানের পরিচয় ছাড়াও শহরের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে অনন্য এক লিসবনিয়ান হয়ে উঠেছেন। রোনালদো সবসময় এই শহরকে সমর্থন দিয়েছেন, প্রচার করেছেন এবং লিসবনের নাম সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর