ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা গেল উরাওয়ার ঘরে
অনলাইন ডেস্ক

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে পারেনি আল হিলাল। তাদের হারিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয়েছে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস। 

ফাইনালের ফিরতি লেগে শনিবার (৬ মে) ১-০ গোলে জেতে উরাওয়া। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় মুকুট পুনরুদ্ধার করে তারা। 

ফিরতি লেগের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ৪৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় উরাওয়া। আত্মঘাতী গোল করেন আল হিলালের আন্দ্রে কারিল। কিছুটা এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামে উরাওয়া। রিয়াদে গত সপ্তাহে প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবিধা তাই ছিল ক্লাবটির জন্য। 

প্রতিযোগিতার রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন আল হিলাল সমতা টানার ভালো সুযোগ পায় ৯০তম মিনিটে। কিন্তু সৌদি আরবের ক্লাবটির ইঘালোর প্রচেষ্টা রুখে দেন উরাওয়ার গোলরক্ষক। উরাওয়া এর আগে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল ২০০৭ ও ২০১৭ সালে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর