ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গুজরাটের ধারাবাহিকতা ধরে রাখার রহস্য কী?
অনলাইন ডেস্ক

গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। এ বারও আগের মৌসুমের মতোই ছন্দে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে। এই ধারাবাহিকতার রহস্য কী? জানিয়েছেন গুজরাটের অন্যতম ভরসা মোহাম্মদ শামি। তার মধ্যেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কম রানের লক্ষ্য পেয়েও ম্যাচ জিততে না পারার আক্ষেপ রয়েছে তাদের।

ছন্দে না থাকা দিল্লির বিরুদ্ধে কেন হারতে হয়েছিল? শামি জানিয়েছেন, লক্ষ্য কম থাকায় তারা একটু হালকাভাবে নিয়ে ফেলেছিলেন। দলের মধ্যে একটা গাছাড়া ভাব চলে এসেছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। শামি বলেছেন, ‘‘আইপিএলের মতো বড় প্রতিযোগিতার আগে দলের মানসিকতা এবং আবহ সঠিক জায়গায় থাকা খুব গুরুত্বপূ্র্ণ। সব থেকে ভাল হল দলের সকলে খুব হালকা মেজাজে রয়েছে। আমরা দলের বৈঠকেও সতর্ক থাকি। এমন কিছু বলি না, যাতে কেউ আঘাত পেতে পারে। দলের মধ্যে ইতিবাচক পরিবেশ রাখা ভীষণ গুরুত্বপূর্ণ।’’

গুজরাতের সাজঘরে কি কেউ মেজাজ হারায় না? শামি বলেছেন, ‘‘সত্যি বলতে গত দু’বছরে তেমন কোনও ঘটনা ঘটেনি। সকলেই খুব ঠাণ্ডা এবং শান্ত থাকে। আমরা কোনও ম্যাচ হারলেও মাথা ঠাণ্ডা রাখি। পরাজয়ের পর দলের সকলের এক সঙ্গে থাকা খুব দরকার। আমরা সেটাই করি।’’

দিল্লির বিরুদ্ধে হারের জন্য দলের সকলের মধ্যে গাছাড়া মনোভাবের কথা জানিয়েছেন শামি। এই পেস বোলার বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য সব সময় একই থাকে। ওই ম্যাচে আমাদের বোলিং বেশ ভাল হয়েছিল। ব্যাটেও আমরা ভাল করতে পারতাম। সুবিধাজনক অবস্থায় থাকলে সাধারণ বিষয়গুলোকে অনেক সময় গুরুত্ব দিই না আমরা। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় থাকে না। আমরা আসলে ম্যাচটা খুব সহজ ভাবে নিয়ে ফেলেছিলাম। বাস্তব কেমন হতে পারে, তা ভাবিনি। তবে আমাদের ভাল সময় ফিরে এসেছে। পরের ম্যাচগুলোয় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা।’’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর