ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিএসজির কোচ হচ্ছেন মরিনহো?
অনলাইন ডেস্ক

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে এএস রোমার কোচ হোসে মরিনহোর আলাপ-আলোচনা চলছে জোর কদমে। আগামী মৌসুমে ক্রিস্টফে গালতিয়েরের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।

পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস ইতোমধ্যে কথা চালাচালি করতে শুরু করেছেন মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে। ক্যাম্পোস চাচ্ছেন তার পুরনো বন্ধু মরিনহোকে পিএসজির ম্যানেজার হিসেবে আনতে। তিনি মনে করছেন দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ পিএসজির জন্য যথাযথ এবং উপযুক্ত।

এবারের মৌসুমটি অপ্রত্যাশিতভাবে কাটছে পিএসজির জন্য। তারা ফ্রেঞ্চ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। লিগ ওয়ানের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকলেও এ পর্যন্ত ম্যাচ হেরেছে ৬টি!

অন্যদিকে মরিনহোর তত্ত্বাবধানে রোমা গেল মৌসুমে ইউরোপা কনফারেন্স কাপ জিতেছে। বর্তমানে তারা ইতালিয়ান সিরি’আ লিগে সপ্তম স্থানে রয়েছে। ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে চতুর্থ স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর