ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যৌন হয়রানির প্রতিবাদ: আন্দোলনরত রেসলাদের পাশে কৃষকরা
অনলাইন ডেস্ক

এবার ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ স্মরণ সিংকে গ্রেফতারের দাবি জানিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে আল্টিমেটাম দিয়েছে কৃষক নেতারা। ৯ জুনের মধ্যে তাকে গ্রেফতার না করলে বড় ধরনের প্রতিবাদের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কৃষক নেতা রাকেশ তিকাইত বলেছেন, ব্রিজ ভূষণকে গ্রেফতার করা না হলে ৯ জুন তারা দিল্লির যন্তরমন্তরে আন্দোলনে বসবেন। সাথে দেশ জুড়ে কৃষক আন্দোলনের ডাক দেবেন।

তিকাইত বলেছেন, ‘রেসলারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হবে এবং ব্রিজ ভূষণকে এই ঘটনার জন্য গ্রেফতার করতে হবে।’

ব্রিজ ভূষণ বিজেপির একজন সংসদ সদস্য। রেসলারদের অভিযোগ নিজের ক্ষমতা খাটিয়ে নারী রেসলাদের যৌন হেনস্তা করেছেন এই বিজেপি নেতা। 

এরইমধ্যে কয়েকটি প্রদেশের কৃষকরা রেসলারদের সাথে সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর