ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে
অনলাইন ডেস্ক

জমে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই। ২০ বছর আগে অস্ট্রলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা এখনো টিকে আছে রেকর্ড হিসেবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘গদা’ হাতে নিতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৬৪ রান করেছে তারা।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দেড় সেশনের মতো কাটিয়ে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। লিড নেয় ৪৪৩ রানের। সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। ৪১ রান আসে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্কের ব্যাট থেকেও। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি এবং মোহাম্মদ শামি ও উমেশ যাদব নেন দু'টি করে উইকেট।

এর আগে নিজেদের প্রথম স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৪৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানেই গুটিয়ে যায় ভারত।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর