ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরাসি ওপেন: ফাইনালে জকোভিচ, সর্বশ্রেষ্ঠ হওয়ার হাতছানি
অনলাইন ডেস্ক
নোভাক জকোভিচ

শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ। রোলাঁ গাঁরোয় প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে একনম্বর খেলোয়াড়কে হারান ২২টি  গ্র্যান্ডস্ল্যাম জয়ী। 

রবিবার (১১ জুন) সার্বিয়ান তারকার কেরিয়ারের ৩৪তম গ্র্যান্ডস্লাম ফাইনাল। লক্ষ্য ২৩তম গ্র্যান্ডস্লাম। পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ডস্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেডেরার। এরমধ্যে অবসর নিয়েছেন ফেডেরার। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন। 

এবার ২৩তম গ্র্যান্ডস্লাম জিতে দুই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে নোভাক জকোভিচের সামনে। সম্ভাবনাও রয়েছে। ফাইনালে উঠে জোকার যেন আগাম জানিয়ে দিলেন আরও একটা গ্র্যান্ডস্লাম কেবল সময়ের অপেক্ষা। ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ চতুর্থ বাছাই ক্যাসপার রুড। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর