ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো
অনলাইন ডেস্ক

আবারও আলোচনায় হোসে মরিনিয়ো। ইউরোপা লিগের ফাইনালে হারার পর রেফারি অ্যান্থনি টেইলরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও তাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করে টাচলাইনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোমার কোচ। সেই নিষেধাজ্ঞার জের ধরে এবার উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন হোসে মরিনিয়ো।

এক চিঠিতে উয়েফাকে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানান অভিজ্ঞ এই কোচ। উয়েফার ফুটবল বিষয়ক প্রধান জোভোনিমির বোবানের কাছে লেখা সেই চিঠিতে মরিনিয়ো বলেন, ‘ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তবে এই গ্রুপে অংশগ্রহণ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’

উয়েফা ফুটবল বোর্ড হচ্ছে শীর্ষস্থানীয় কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি গ্রুপ। এই বোর্ডের সদস্যরা ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তাদের কাজের আওতায় আছে ফুটবলের আইন ও সূচি। বোর্ডটি কেন ছেড়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মরিনিয়ো। কিন্তু চিঠিতে দেওয়া বক্তব্যে প্রমাণ হয় নিষেধাজ্ঞার জের ধরেই এই কাজ করেছেন রোমা কোচ।

এই ব্যাপারে চিঠিতে তিনি বলেন, ‘যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে আমি এখানে যুক্ত হয়েছিলাম, সেটা আর টিকে নেই। এ কারণে আমি এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দিন।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর