ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফারুকির ইনজুরি গুরুতর নয়
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকির হালকা ইনজুরির সমস্যা দেখা দিয়েছে। তাই তাকে এমআরআই করানোর জন্য সোমবার রাতে হাসপাতালে নেওয়া হয়। তবে আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি জানিয়েছেন, তার ইনজুরি গুরুতর কিছু নয়।

জানা যায়, সোমবার অনুশীলন করার সময় তার সামান্য সমস্যা দেখা দেয়। সে কারণেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এমআরআই করার পর জানা যায় সমস্যা তেমন গুরুতর নয়। পরে জানা যায় এটি রেগুলার চেকআপ। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফজল হক ফারুকি দুর্দান্ত বোলিং করছেন। প্রথম ম্যাচে ৮.৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইকোনোমি ছিল ২.৭৬। বাংলাদেশের ব্যাটসম্যানরা তার বলে কোনো ছক্কা দূরে থাক মাত্র ১টি চার মারেন। ফারুকি এদিন তামিম ইকবাল, তৌহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজকে আউট করেন।

এরপর দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত বোলিং করেন তিনি। ৭.২ ওভার বল করে ১ মেডেনসহ ২২ রান দিয়ে উইকেট নেন ৩টি। ইকোনোমি ছিল ৩। এদিনও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তার বলে ছক্কা হাঁকাতে পারেননি। চার ছিল মাত্র ২টি। এদিন তিনি মোহাম্মদ নাঈম, লিটন দাস ও মুশফিকুর রহিমকে আউট করেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর