ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এলিট ক্লাবে ব্রড
অনলাইন ডেস্ক

ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে ট্রাভিস হেডকে আউট করে গতকাল বিশেষ এক মাইলফলক স্পর্শ করেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ইতিহাসের মাত্র পঞ্চম বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক এখন তিনি। ব্রডের আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন মাত্র চারজন—মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও জেমস অ্যান্ডারসন।

নামের পাশে ৫৯৮টি উইকেট নিয়ে ওল্ড ট্রাফোর্ডে নেমেছিলেন ৩৭ বছর বয়সী ব্রড। ইনিংসের প্রথম উইকেটটি তিনিই পান, ফেরান উসমান খাজাকে। তবে পরের উইকেটটি পেতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছে তাকে। প্রথম সেশনের পর আবার শেষ সেশনে ফিরে ৬০০তম উইকেটের দেখা পেয়েছেন তিনি। ব্রডের শর্ট বলে হুক করতে গিয়ে হেড ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে জো রুটের হাতে। 

এবারের অ্যাশেজে ব্রড নেমেছিলেন ৫৮৪টি উইকেট নিয়ে। এজবাস্টনে প্রথম টেস্টে ব্রড নেন ৬ উইকেট। লর্ডসে নেন আরও ৫টি। হেডিংলিতেও ৫টি উইকেট নেন তিনি। একমাত্র বিশেষজ্ঞ ইংলিশ পেসার হিসেবে এবারের অ্যাশেজে এখন পর্যন্ত সব কটি ম্যাচই খেলেছেন তিনি। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর