ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সঙ্গীর অভাবে ৯৯ রানে অপরাজিত থেকে গেলেন বেয়ারস্টো
অনলাইন ডেস্ক

আলোচিত ‘বাজবল’ ক্রিকেট খেলে ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও চালকের আসনে ইংল্যান্ড। তারা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫৯২ রানে। পেয়েছে ২৭৫ রানের লিড। যদিও সঙ্গীর অভাবে সেঞ্চুরি মিস করেছেন ৯৯ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টো। ইতোমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শতরান পার করেছে অস্ট্রেলিয়া।

৪ উইকেটে ৩৮৪ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটার হ্যারি ব্রুক এবং অধিনায়ক বেন স্টোকস উভয়েই ফিফটি তুলে নেন। ব্রুক ১০০ বলে ৬১ এবং স্টোকস ৭৪ বলে ৫১ রানে আউট হন। সাত নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। ৫১ বলে ফিফটি করার পর তিনি আরও বিধ্বংসী হয়ে ওঠেন। কিন্তু সঙ্গী পাননি।

সবাই যখন বেয়ারস্টোর সেঞ্চুরি দেখার অপেক্ষায়, তখনই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ৮১ বলে ১০ চার এবং ৪ ছক্কায় ৯৯* রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ১২৬ রানে নেন ৫ উইকেট। ২টি করে নিয়েছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন।

এর আগে ৩১৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর