ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অলিখিত ‘ফাইনালে’ মুখোমুখি ভারত-বাংলাদেশ
অনলাইন ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টিতে উভয় দল একটি করে জয় তুলে নিয়েছে। ফলে শেষ ম্যাচটি হতে যাচ্ছে অলিখিত ফাইনাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। শুক্রবার ম্যাচ ভেন্যুতে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অলরাউন্ডার ফাহিমা খাতুন। এ সময় তিনি জানিয়েছেন একটি দল হয়ে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে।

ফাহিমা খাতুন বলছিলেন, ‘আমি সবসময় বলেছি, আমরা যদি দল হিসেবে খেলতে পারি আমাদের কাছে যেকোনো দলই পরাস্ত হবে। গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে দল হিসেবে পারফর্ম করতে পেরেছি আমরা। দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা রাখতে চেষ্টা করেছিলাম।’

তবে মাঠের খেলার বাইরে অবশ্য একটি দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের জন্য। টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে শেষ ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। তবে শেষ ম্যাচে থাকছেন না স্বর্ণা আক্তারও। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর