ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওভালে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথ
অনলাইন ডেস্ক
স্টিভেন স্মিথ

ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৩ রানের রেকর্ডটা এত দিন ছিল এই কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। গতকাল জেমস অ্যান্ডারসনকে টানা দুই বাউন্ডারি মেরে রেকর্ডটা পেছনে ফেলেন অস্ট্রেলিয়ারই স্টিভেন স্মিথ।

ঐতিহ্যবাহী ভেন্যুটিতে খেলতে নেমেছিলেন ৫৪৬ রান নিয়ে। দ্বিতীয় দিন তিনি আউট হন ৭১ রানে, তাতে ওভালে তাঁর রান বেড়ে দাঁড়ায় ৬১৭। অস্ট্রেলিয়া অল-আউট হয়েছে ২৯৫ রানে। প্রথম ইনিংসে তাদের লিড মাত্র ১২ রানের।

ওভালে ডন ব্র্যাডম্যান খেলেছেন চার টেস্ট। দুই সেঞ্চুরি এক ফিফটিসহ ১৩৮.২৫ গড়ে করেছিলেন ৫৫৩ রান। সর্বোচ্চ স্কোর ২৪৪। স্টিভেন স্মিথ এই ভেন্যুতে পাঁচ টেস্ট খেলে করেছেন ৬১৭ রান। করেছেন তিনটি সেঞ্চুরি আর দুটি ফিফটি। রান গড় ৮৮.১৪।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর