ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রুমানার স্ট্যাটাস কি অবসরের ইঙ্গিত?
অনলাইন ডেস্ক
রুমানা আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৌতুহল জাগানিয়া এক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার রাতে ইংরেজিতে তিনি লিখেছেন ‘নো মোর ক্রিকেট’, যার অর্থ ‘আর ক্রিকেট নয়’।

তার এমন স্ট্যাটাসের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, খেলাটা কি তবে ছেড়েই দিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার?

জাতীয় দলের হয়ে হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন রুমানা। এরপর অনেকদিন ধরেই আছেন জাতীয় দল থেকে দূরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ছিলেন না ভারতের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে। লঙ্কানদের বিপক্ষে বাদ পড়েই জানিয়েছিলেন হতাশার কথা।

গত বছর ৮ ওয়ানডে খেলে রুমানা মাত্র ৫টি উইকেট পেয়েছেন, রান করেছেন সব মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে রুমানার সর্বশেষ ফিফটি ২০১৯ সালে, এর পরের ২০ ইনিংসে পঞ্চাশের ঘরে যেতে পারেননি রুমানা। টি-টোয়েন্টিতে ১৫ ইনিংসে তার উইকেট ১৫টি।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুমানা বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর