ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাথুরুসিংহের অপেক্ষায় বিসিবি!
অনলাইন ডেস্ক

কার্যকরী পরিষদের জরুরি সভা ডেকেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বৃষ্টিভেজা দিনে বোর্ড পরিচালকরা ছুটে আসেন সভায়। বিসিবি সভাপতির নেতৃত্বে ঘণ্টাখানেক সভা করেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করতে পারেননি। বরং পরিচালকরা সবাই দায়িত্ব তুলে দেন বিসিবি সভাপতির কাঁধে। যেন নাজমুল হাসান পাপন একক ক্ষমতাবলে টাইগারদের অধিনায়ক নির্বাচন করবেন! 

বিসিবি সভাপতি অধিনায়ক নির্বাচনে রেসে টিকে থাকা তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে কথা বলবেন। তাদের সঙ্গে আলোচনার পর নাজমুল তার সিদ্ধান্ত জানাবেন পরিচালকদের। এরপর ১২ আগস্টের মধ্যে টাইগারদের নতুন অধিনায়ক ও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবেন। 

গতকাল পরিচালকদের সভা শেষে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এমন সিদ্ধান্তের কথা বলেন, ‘আজ (মঙ্গলবার) আমাদের জরুরি একটি সভা ছিল। একটিই এজেন্ডা ছিল, অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল আজ। আজকের সভায় আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে দায়িত্ব দিয়েছি অধিনায়ক বাছাই করার জন্য। উনি এখন ভেবেচিন্তে এবং অধিনায়কত্বের জন্য সম্ভাব্য বিবেচনায় যারা আছেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং আমরা চূড়ান্ত করে ফেলব। হয়তো ১২ আগস্টের আগেই জানিয়ে দেব অধিনায়কের নাম।’

এদিকে, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে হাথুরুসিংহে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে রওনা হয়েছেন। বুধবার দুপুরে পৌঁছে যাবেন বাংলাদেশে। রাতে বিসিবি সভাপতির বাসায় দু'জনের এক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। ইমার্জেন্সি মিটিংয়ে বসার পেছনে কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার দরকার ছিল। সবার কথা শোনা দরকার ছিল। সেটা হয়েছে।’

এশিয়া কাপের প্রাথমিক দল দেওয়ার শেষ সময় ১২ আগস্ট। অধিনায়ক ছাড়া তো দল ঘোষণা করার সুযোগ নেই। তাই শনিবারই নতুন পঞ্চাশ ওভারের অধিনায়ককে বেছে নিতে হবে বিসিবিকে। তবে বোর্ড যে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য একজন অধিনায়ক চাচ্ছে তা পরিস্কার জালাল ইউনুসের কথায়, ‘আমার মনে হয় ওয়ানডে অধিনায়ক যে হবে তার চালিয়ে নেওয়া উচিত।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর