ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের আগে অবসরে ওয়াহাব রিয়াজ!
অনলাইন ডেস্ক

অক্টোবরেই ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই সূত্র ধরেই দল গোছানোর তোড়জোর চলছে পাকিস্তানেও। তবে এর মাঝেই আচমকা অবসরের ঘোষণা দিলেন দেশটির অন্যতম পেসার ওয়াহাব রিয়াজ। 

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে রিয়াজ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।

৩৮ বছর বয়সী এই পেসার পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ২৩৭টি উইকেট নিয়েছেন তিনি। শেষ বার পাকিস্তানের হয়ে ২০২০-র ডিসেম্বরে। পাকিস্তান সুপার লিগে নিয়মিত খেলতে দেখা গিয়েছে তাঁকে।

বুধবার তিনি টুইটারে লেখেন, ‌‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম। গত দুই বছর ধরেই অবসরের পরিকল্পনা করছিলাম।। ২০২৩-এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ঠিক করে রেখেছিলাম। দেশের সেবা করতে পেরে এবং জাতীয় দলের হয়ে নিজের সেরাটা সব সময় দিতে পেরে আমি গর্বিত। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের হয়ে খেলা আমার কাছে একটা গর্বের ব্যাপার।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর