ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সব বিভাগের কোচদের সঙ্গে হাথুরুসিংহের দীর্ঘ বৈঠক
অনলাইন ডেস্ক
চন্ডিকা হাথুরুসিংহে (ফাইল ছবি)

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে টিম টাইগার। এরপর বিশ্বকাপ শুরু অক্টোবরের প্রথম সপ্তাহে। এই দুটি বড় টুর্নামেন্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলায় নিয়ম করে অনুশীলন করছেন ক্রিকেটাররা। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (শনিবার) পায়ের ছাপ পড়েনি ক্রিকেটারদের। কারণ এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের দুই দিনের বিশ্রামে পাঠিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও টাইগারদের এই প্রধান কোচ সকাল নাগাদ মিরপুরে এসে বিসিবির চুক্তিতে থাকা সব কোচদের সঙ্গে বসেন। এই সময় কোচদের কিছু বিষয়ে নির্দেশনা দেন হাথুরু।

ওই বৈঠকে হাথুরুসিংহে ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, এইচপি ইউনিটের প্রধান কোচ ডেভিড হেম্প, বাংলাদেশ টাইগার্সের কোচ জেমি সিডন্স, অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল এবং তাদের সহকারী কোচরা। মূলত বিসিবির প্রোগ্রাম হেড ডেভিড মুরের তত্ত্বাবধানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার বিষয়ে এইচপি দলের কোচ ডেভিড হেম্প বলেন, ‘এটি স্বাভাবিক একটি যোগাযোগ প্রক্রিয়া, যেখানে জাতীয় দলে কোচ চন্ডিকা তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। কিভাবে ক্রিকেটাররা ভালো করছে এবং উন্নতির পথে থাকা তরুণ ক্রিকেটারদের সঙ্গে আরও কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘তিনি (হাথুরুসিংহ) আমাদের লেগ-স্পিনার ও পেস অলরাউন্ডারদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই দুই শ্রেণির ক্রিকেটার পেলে তাদের সামনে এগিয়ে নিতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে তাদের বেশি সুযোগ দিতে বলেছেন তিনি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর