ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তিন’শর বেশি রান তাড়া করার সামর্থ্য থাকা উচিৎ: সাইফ
অনলাইন ডেস্ক

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সমানে রেখে জোরেশোরেই চলছে টাইগারদের প্রস্তুতি। এশিয়া কাপের ১৭ জনের মূল স্কোয়াডের পাশাপাশি বিকল্পভাবনায় আরও ৯ জন ক্রিকেটারের প্রস্তুতি চলছে। ক’দিন আগেই শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সাইফ হাসান আছেন বিকল্প ভাবনায়। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ; দলের প্রয়োজনে সাইফদের উড়িয়ে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা-পাকিস্তান মিলিয়ে হাইব্রিড মডেলে মাঠে গড়াবে এশিয়া কাপ। 

ইমার্জিংয়ে শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে সাইফ বলছেন অধিকাংশ ম্যাচই হবে হাই-স্কোরিং। সোমবার (২১ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাইফ। তিনি বলেন, ‘আমার মনে হয়, যেসব ম্যাচ খেলেছি (ইমার্জিং এশিয়া কাপ) সেমিফাইনাল বাদে সব ম্যাচে তিন’শর বেশি রান হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এরকমই হবে, তিন’শর বেশি রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। তিন’শর বেশি রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’

গতকাল থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছেন সাইফসহ বিকল্পভাবনার ক্রিকেটাররা। তাদের তত্ত্বাবধান করছেন কোচ সোহেল ইসলাম। জাতীয় দলের মতো জোরালোভাবে তারাও অনুশীলন করছেন বলে জানিয়েছেন সাইফ। এমন বার্তা তাদের দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর