ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওয়ার্নারকেই ওপেনিংয়ে চান গিলক্রিস্ট
অনলাইন ডেস্ক
ডেভিড ওয়ার্নার (ফাইল ছবি)

গত মার্চে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। কনুইয়ের চোটে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। এই সুযোগে ওপেনিংয়ে নেমে তিন ম্যাচে দুই ফিফটিতে ১৯৪ রান করে সিরিজসেরা হন মিচেল মার্শ। তৃতীয় ওয়ানডেতে ওয়ার্নার ফিরলেও তাকে খেলানো হয় চার নম্বরে। এবার বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতেই, তাই মার্শকেই ওপেনিংয়ে রাখার কথা চিন্তা করতেও পারেন অজি নির্বাচকরা।

তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, বিশ্বকাপে অবশ্যই ওয়ার্নারকে ওপেনিংয়ে খেলানো উচিত। বিশ্বকাপ জয়ী এই অস্ট্রেলিয়ানের মতে, হেডের সঙ্গে ওয়ার্নারকে ইনিংস শুরু করতে পাঠানো নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় টিম ম্যানেজমেন্টের।

'যদি ওয়ার্নারকে না খেলান এবং ওপেন না করান, তাহলে তাকে আপনি দলে নেবেন না। যৌক্তিকভাবেই বিশ্বকাপ দলে আছে সে এবং থাকবে একাদশেও। সে একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আমার মনে হয়, (বিশ্বকাপে) ভালো করার জন্য তার জ্ঞান ও ভারতে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর