ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন আফ্রিদি
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সুপার ফোরে উঠেছে পাকিস্তান। ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

তবে গতকাল টস জিতে ব্যাটিং নেওয়ার পর সবার কৌতূহল ছিল শাহিন শাহ আফ্রিদির বল রোহিত কীভাবে সামাল দেন। প্রথম দুই ওভার সামাল দিতে পারলেও পরের ওভারে পারেননি রোহিত। শাহিনের ইন সুইং ভারত অধিনায়কের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। কিছুক্ষণ পর শাহিনের শিকার হয়ে ফিরতে হয় কোহলিকেও।

পরে হার্দিক পান্ডিয়া ও জাদেজার উইকেটও নেন তিনি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ মেডেনসহ মোট ৪ উইকেট শিকার করেন শাহিন। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৫১। তিনি মোট ১২০ ম্যাচ খেলেছেন।

এ ছাড়া এশিয়া কাপের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ১০ ইউকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররা। গতকাল আফ্রিদি চার উইকেট ছাড়াও নাসিম ও রউফ ৩টি করে উইকেট নেন। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর